ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করলেন হাইকমিশনার শ্রিংলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৫, জানুয়ারি ২৬, ২০১৭
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করলেন হাইকমিশনার শ্রিংলা অনুষ্ঠানের উদ্বোধন করছেন হর্ষ বর্ধন শ্রিংলা, ছবি: দীপু মালাকার

ঢাকা: ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। কালো প্রিন্সকোট পরে দৃঢ় পদে এগিয়ে এলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। দাঁড়ালেন ফুলঢাকা গোলাকার বেদিতে। রশি টেনে ওড়ালেন জাতীয় পতাকা। পতাকার ভাঁজ ভেঙে উড়লো একগাঁদা গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এভাবেই ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইকমিশনার।

মুক্ত বাতাসে ভাঁজ ভেঙে পতাকা ওড়ার সঙ্গে সঙ্গে পাশ থেকে বেজে ওঠে দেশটির জাতীয় সংগীতের সুর।

এ সময় পাশে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ব্যান্ডদল সদস্যরা।
রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনাচ্ছেন হাইকমিশনার, ছবি: দীপু মালাকার রাজধানীর বারিধারা হাইকমিশন মিলনায়তনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাণী পাঠ করে শোনান হর্ষ বর্ধন শ্রিংলা। শেষে শিশুরা দেশের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তারপর সেনাবাহিনীর ব্যান্ডদলের স্পেশাল পরিবেশনা ছিল।
নৃত্য পরিবেশন করছে শিশুরা, ছবি: দীপু মালাকারএসময় হাইকমিশনের সব পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশে কর্মরত ও বসবাসরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।