ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাদকবিরোধী সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ২৫, ২০১৭
বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাদকবিরোধী সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের পর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিমের (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। মাদক বর্তমান সমাজের ভয়াবহ একটি সমস্যা। এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
সভায় আরও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালন শামীম আহম্মেদ, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ প্রমুখ।  

শেষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বাঁধাই করা মাদকবিরোধী পোস্টারসহ সিডি ও লিফলেট বিতরণ করা হয়।  

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এতে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।