ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেল সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ২৫, ২০১৭
ঝিনাইদহে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেল সম্মেলন ঝিনাইদহে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেল সম্মেলন-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: জেলা ও বিভাগের বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি, পর্যালোচনা ও পরবর্তী করণীয় বিষয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেল সম্মেলন।

বুধবার (২৫ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুর দিকে ঝিনাইদহ জেলার বাৎসরিক উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি ও পরবর্তী করণীয় উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ মণ্ডল।

সদর উপজেলা ভূমি অফিসের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি।

জেলা প্রশাসনের সমন্বয়ে স্থানীয় উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন, উদ্ভাবনের জন্য মেন্টরিং কার্যক্রম পরিচালনা ও সোস্যাল মিডিয়া ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সাতটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।