ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, জানুয়ারি ২৫, ২০১৭
শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে-ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষাই পারে সঠিক পরিচয়ে পরিচিত করতে। শিক্ষার আলোই ছড়িয়ে দিতে পারে একটি দেশের সংস্কৃতি। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে না পারলে সে জাতি কখনো অগ্রসর হতে পারবে না।

তিনি বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কানসাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সৈবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী ও শিক্ষা সচিব সোহরাব হোসেন, সমাজকল্যাণ সচিব জিল্লুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারমান বেনাউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে নামেন। এরপর কেক কেটে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।