ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

প্রকৃত মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সার্টিফিকেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, জানুয়ারি ২১, ২০১৭
প্রকৃত মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সার্টিফিকেট নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্যই সরকার তৈরি করবে ডিজিটাল সার্টিফিকেট। ফলে যা কেউ ভুয়া বলতে পারবে না। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মাদারীপুর নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। যারা ট্রেনিং নিয়েছেন ও সরাসরি যুদ্ধ করেছেন শুধুমাত্র তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে অনেকেই মুক্তিযোদ্ধা বনে গেছেন। তাদের তালিকা প্রায় এক লাখ। এ তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে প্রশ্ন উঠেছে। যারা মুক্তিযোদ্ধা নন, তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। সেই লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হচ্ছে, যোগ করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের সংগঠক আশিকুর হোসেন অপু কাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।