ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ পাড়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৯, জানুয়ারি ২১, ২০১৭
মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ পাড়ে মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ পাড়ে। ছবি: দীপু মালাকার

ঢাকা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিরা সমবেত হচ্ছেন টঙ্গীর তুরাগ নদীর পাড়ে। শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকেই দ্বিতীয় বৃহত্তম জমায়েতে মুসলমানদের আসতে দেখা গেছে।

এ বছর ইজতেমার দ্বিতীয় পর্বে নোয়াখালীর চাটখিল থেকে এসেছেন আবু তাহের। তিনি বাংলানিউজকে বলেন, ৭/৮ বছর আগে একবার আইছিলাম।

আর আজকে আসলাম।

কিশোরগঞ্জ থেকে এসেছেন হাসেম উদ্দিন। তিনি বাংলানিউজকে বলেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়া বাড়ি থিকা বাইর হইছি। কালকে (রোববার) মোনাজাত শেষে এখান থেকেই তিন চিল্লায় চলে যাবো।

মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ পাড়েইজতেমার মাঠে আসতে কোনো কষ্ট হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো কষ্ট হয় নাই। আল্লাহর রাস্তায় বাইর হইলে কোনো কষ্ট হয় না।

শুক্রবার ভোর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমএইচকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।