ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, জানুয়ারি ২১, ২০১৭
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপেরেশনের পূর্বচান্দনা এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে অজ্ঞাতপরিচয় ওই নারী পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিল।

এসময় জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।  

বাংলাদেশ সময়:  ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।