ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শীতবস্ত্রের অভাবে বরগুনায় কাঁপছে নদী তীরবর্তী বাসিন্দারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জানুয়ারি ২০, ২০১৭
শীতবস্ত্রের অভাবে বরগুনায় কাঁপছে নদী তীরবর্তী বাসিন্দারা বরগুনায় গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত

বরগুনা: বরগুনায় গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। শীতল হাওয়ায় কাঁপছে সেখানকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সূর্য অস্ত যাওয়ার পর পরই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমাতে বৃদ্ধ ও শিশুরা আগুন জালিয়ে শীত নিবারণ করছেন।

তাদের দাবি সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত মেলেনি।

নদীর তীরে হওয়ায় শীতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই।

বরগুনা পোটকাখালী আবাসনের সভাপতি আইয়ুব আলী খলিফা বাংলানিউজকে বলেন, তার আবাসনে ১২০টি পরিবারের বসবাস। তাদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র চেয়ে জেলা প্রশাসন বরাবর আবেদন করা হলেও কোনো সহায়তা পাননি। একই অভিযোগ জানালেন ধুপতি আশ্রায়নের বাসিন্দারাও।

পায়রা নদীপাড়ের নাজেম বলেন, শীত খালি মোগো (আমাদের) লইগ্গাই (জন্যই), একটা শীতের পোশাকও নাই। শীতে মনে হয় মোরা মরমু (মারা যাবো)। একই অভিযোগ ষাটোর্ধ কুলসুম, ফাতেমা বিবি, রসমতিরও।

এ ব্যাপারে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ আসেনি।

তবে জরুরি ভিত্তিতে পুনরায় তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে জনানা তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।