ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বিসিসিকে ৮০ লাখ টাকা কর দিল বিএম কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ১৯, ২০১৭
বিসিসিকে ৮০ লাখ টাকা কর দিল বিএম কলেজ

বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) ৮০ লাখ টাকা কর দিয়েছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিসিসির মেয়র আহসান হাবিব কামালের কাছে এ পৌর কর তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম।

এসময় বসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন আহম্মেদ, বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ মোতালেব, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম জাকির হোসেন প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন আহম্মেদ।

তিনি জানান, বকেয়া এই করের টাকা বিএম কলেজ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সহায়তায় কর্পোরেশনকে পরিশোধ করেছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।