ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

হকার উচ্ছেদ

সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ডিএসসিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জানুয়ারি ১৫, ২০১৭
সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ডিএসসিসি

ঢাকা: রাজধানীকে যানজট মুক্ত করতে অফিস সময়ে ফুটপাতে হকার বসতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র সাঈদ খোকন এ কথা জানান।
তিনি বলেন, গত ১১ জানুয়ারি নগরভবনে হকার প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাপ করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- তা বহাল থাকবে।



“সাপ্তাহিক কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কাউকে ফুটপাত এবং সড়ক দখল করে বসতে দেওয়া হবে না। যান চলাচল ও পথচারী চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে দেওয়া হবে না”।

সাঈদ খোকন বলেন, গুলিস্তান, মতিঝিল, পল্টন, জিরোপয়েন্ট, বায়তুল মোকাররম এলাকা যানজট মুক্ত রাখতে এদিন (রোববার) হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।