ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুলাই ৯, ২০২৫
আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার পাচরুখী  গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

গৃহকর্তা সিরাজুল ইসলামের জানান, রাত ৩ টার দিকে তার বাড়ির দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রীল কেটে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে সিরাজুল ইসলাম, স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ সবাইকে গামছা এবং গেঞ্জি দিয়ে হাত পা বেঁধে ফেলে। ডাকাতদল ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে যায়।  

ডাকাতদের বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মুখ বাঁধা ছিলো। তাদের বয়স অনুমান ২৫-৩০ বছরের মধ্যে হবে। ডাকাতিকালে ডাকাতদল বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।  

এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।