রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে পৃথকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দশ মিনিট অবরোধ করে বিক্ষোভ শেষে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহম্মেদ বলেন, গত ৯ তারিখ যে ঘটনা ঘটেছে, জুলাই পরবর্তী সময়ে এসে এ ধরনের ঘটনা আমরা কখনোই মেনে নিতে পারি না। আবার যদি কেউ নতুনভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাহেদ আহমেদ বলেন, নব্য কোনো ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। যারাই ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, আমরা এই নতুন বাংলাদেশে এসে এখনও আমাদের মিডিয়াগুলো বিকৃত। আমরা দেখেছি, এই হত্যাকাণ্ডের ঘটনা গত দুই দিন আগের। কিন্তু কোনো মিডিয়া এই বিষয়ে কথা বলেনি।
অপরদিকে একই দিন রাত সাড়ে দশটার দিকে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ছাত্র-জনতার ডাকে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা দেশব্যাপী হত্যা, লুটপাট, নৈরাজ্য করছে। অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তোলেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যানচলাচল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল প্রধান কাজী জায়েদ বলেন, দেশব্যাপী নৈরাজ্য বন্ধের দাবিতে আমাদের এ বিক্ষোভ মিছিল।
তিনি আরও বলেন, সোহাগকে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম ও ভয়ংকর। আমরা পুনরায় কোনো ফ্যাসিবাদের পুনর্বাসন চাই না।
এদিকে এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল নথুল্লাবাদ হয়ে সদর রোডসহ নানা সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দেন।
এমএস/এমজেএফ