ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

ভান্ডারিয়ায় ১৫ মণ জাটকা জব্দ, জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, জানুয়ারি ১৩, ২০১৭
ভান্ডারিয়ায় ১৫ মণ জাটকা জব্দ, জেলের জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাটকা ধরার দায়ে আব্দুল মোতালেব নামে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি এ জরিমানা করেন।

ভান্ডারিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে অভিযান চালায়।

এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশসহ আব্দুল মোতালেবকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।