ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, জানুয়ারি ১২, ২০১৭
সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাভার, ঢাকা: সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার  (১২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের জামাল মেডিকেলের সামনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
   
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।