ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

সেনাবাহিনীর উদ্ধার করা কম্ব্যাট ইউনিফরম ধ্বংস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, জানুয়ারি ১১, ২০১৭
সেনাবাহিনীর উদ্ধার করা কম্ব্যাট ইউনিফরম ধ্বংস সেনাবাহিনীর উদ্ধার করা কম্ব্যাট ইউনিফরম ধ্বংস

ঢাকা: রাজধানীর মিরপুর সেনানিবাস ফায়ারিং রেঞ্জের পাশের এলাকা থেকে উদ্ধার করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত কম্ব্যাট ইউনিফরমসহ অন্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সেনাবাহিনীসহ অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব সামগ্রী আগুনে পোড়ানো হয়।

এর আগে সোমবার (৯ জানুয়ারি) মিলিটারি পুলিশ, ভাষানটেক থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও ক্যান্টনমেন্টন বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে ঢাকা সেনানিবাসের রজনীগন্ধা সুপার মাকের্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটটি প্রতিষ্ঠান ও দোকান থেকে কম্ব্যাট সদৃশ্য শার্ট ২৫৮টি, ট্রাউজার ২৫০টি, ক্যাপ ২৯৮টি, উইন্টার কোট সাতটি, টি-শার্ট ১৭টি ও কম্ব্যাট সাদৃশ্য কাপড়সহ বিপুল পরিমাণ সেনা ও বিমানবাহিনীসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত কম্ব্যাট ইউনিফরম এবং সামগ্রী আটক করা হয়।

অবৈধভাবে দ্রব্যসামগ্রী রাখার জন্য দু’টি প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ও ছয়টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে সেনাবাহিনীর সাদৃশ্য পোশাক বেচাকেনা থেকে বিরত থাকার জন্য ও এ ধরনের কার্যক্রমের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত না হতে সবাইকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।