ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

আজিজ মার্কেটে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জানুয়ারি ৯, ২০১৭
আজিজ মার্কেটে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকা: আজিজ সুপার মার্কেটে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই যুবকের নাম সুমন সিকদার। তার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার বেঙ্গা গ্রামে। বাবার নাম সুকুমার সিকদার।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ওই যুবকের পরিচয় শনাক্ত করে তার স্বজনরা।

নিহতের মামাতো ভাই বাসুদেব বাংলানিউজকে জানান, সুমন আজিজ মার্কেট এলাকায় থাকতো।

গত ২ জানুয়ারি সে মাগুরা সদর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। খবর পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে মরদেহ দেখে চিনতে পারি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, আজিজ মার্কেটের উদ্ধার হওয়া ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের তথ্যের মাধ্যমে তার স্বজনদের খোঁজ পাওয়া যায়।

এর আগে, গত ৩ জানুয়ারি আজিজ সুপার মার্কেটের চারতলার গাড়ির রাখার স্থান থেকে হাত-পা ভাঙা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজেডএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।