ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে ২০০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, জানুয়ারি ৯, ২০১৭
সাভারে ২০০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

সাভার (ঢাকা): সাভারের দুই হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন- সাজ্জাদ হোসেন সাদ্দাম (৩০) ও মো. শরিফ (৩০)।

সোমবার (৯ জানুয়ারি) ভোররাতে ব্যাংক টাউন আবাসিক এলাকার ৮ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে জানান, ফেনসিডিলের একটি বড় চালান ওই বাড়িতে মজুত রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদ মোল্লার নেতৃত্বে একটি দল।

এ সময় বাড়িটির একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দু’হাজার বোতল ফেনসিডিল, পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-১৮৭৩) এবং সাদ্দাম ও শরিফকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ একটি মামলা দায়ের করেছে বলেও জানান সায়েদ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।