ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় গাঁজা সেবনের দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, ডিসেম্বর ২১, ২০১৬
আগৈলঝাড়ায় গাঁজা সেবনের দায়ে জরিমানা বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে লিটন বাড়ৈ নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে লিটন বাড়ৈ নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার এ জরিমানা করেন।

লিটন উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁরপাড় গ্রামের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া থানার এসআই ওবায়দুল্লাহ প্রকাশ্যে গাঁজা সেবনের সময় লিটনকে উপজেলার বাইপাস সড়ক থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।