ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

হিলিতে ৪ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, ডিসেম্বর ২১, ২০১৬
হিলিতে ৪ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক দিনাজপুর

দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্টের সামনে থেকে চারটি স্বর্ণের বারসহ গোলাম রব্বানী (২৬) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্টের সামনে থেকে চারটি স্বর্ণের বারসহ গোলাম রব্বানী (২৬) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়।

গোলাম রব্বানী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় বিরামপুর থেকে হিলি অভিমুখে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেল আরোহীর শরীর তল্লাশি করে তার জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো দিনাজপুরের ফুলবাড়ী থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য আনা হচ্ছিল বলে জানিয়েছেন বিজিবি।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণ ও মোটরসাইকেলসহ গোলাম রব্বানীকে হাকিমপুর থানায় সোপর্দ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১ ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।