ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ঐতিহ্য সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে বিজিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৭, ডিসেম্বর ২০, ২০১৬
ঐতিহ্য সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার ঐতিহ্য সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তার ঐতিহ্য সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় দেওয়া বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, একদিন বিজিবি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্ত রক্ষী বাহিনী। বিজিবি’র ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে।

সীমান্ত ও জানমাল রক্ষায় বিজিবি’র ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বিজিবি’র উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।