ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

নাসিকে ব্যালট বাক্স প্রস্তুতিসহ চলছে নির্বাচনী কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, ডিসেম্বর ১৯, ২০১৬
নাসিকে ব্যালট বাক্স প্রস্তুতিসহ চলছে নির্বাচনী কার্যক্রম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তাই সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাসহ কর্মচারীরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তাই সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাসহ কর্মচারীরা।

সোমবার (১৯ ডিসেম্বর) জেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে নির্বাচনী কর্ম তৎপরতা লক্ষ্য করা যায়। ব্যালট বক্স প্রস্তুত করাসহ নির্বাচনীর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তারা।

জেলা নির্বাচনী কর্মকর্তা বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা-যা করা প্রয়োজন, করবো। সকাল থেকেই রাত পর্যন্ত এখানে নির্বাচনের কার্যক্রম চলছে। নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০,  ২০১৬
আরআইএস/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।