ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কামারখন্দে গৃহবধ‍ূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, ডিসেম্বর ১৮, ২০১৬
কামারখন্দে গৃহবধ‍ূর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে শাহীনুর খাতুন (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে শাহীনুর খাতুন (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহীনুর খাতুন ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ও একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বাংলানিউজকে জানান, শাহীনুর দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। ভোর রাতের কোনো এক সময় শাহীনুর মারা যান। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবার দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

শাহীনুরের বাবা সাইফুল ইসলামের দাবী, তার মেয়ের জামাই আব্দুল মালেক দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে আসক্ত ছিল। তার পরকিয়ায় বাধা দেয়ায় শাহীনুরকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।