ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ডিসেম্বর ১৬, ২০১৬
জাতীয় স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মহান বিজয় দিবস ২০১৬’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি): ‘মহান বিজয় দিবস ২০১৬’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে সকাল ৮টার দিকে মহান মুক্তিযুদ্ধে বীর-শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রগতিশীল সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৬
ডিআর/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।