ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, ডিসেম্বর ১৬, ২০১৬
শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ খেলাধুলার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। শক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলীরসহ সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে প্রায় ২০ জন নবীন-প্রবীণ সংবাদকর্মী পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ খেলাধুলার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

শক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলীসহ সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে প্রায় ২০ জন নবীন-প্রবীণ সংবাদকর্মী পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় প্রেসক্লাস মাঠে সাংবাদিক এবং তাদের সন্তানদের অংশগ্রহণে ১শ’ মিটার দৌঁড়, ক্যারাম প্রতিযোগিতা ও মিউজিকেল চেয়ারসহ নানা খেলাধুলার আয়োজন করা হয়।
 
এতে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহম্মদ আলী, আহমেদ ফারুক মিল্লাদ, বিশ্বজ্যোতি চৌধুরী, মামুন আহমেদ, আতাউর রহমান কাজল, কাওসার ইকবাল, ইসমাইল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিবিবি/এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।