ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে ময়লাবাহী গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, ডিসেম্বর ১৩, ২০১৬
সাভারে ময়লাবাহী গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় উম্মে কুলসুম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সাভার (ঢাকা): সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় উম্মে কুলসুম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথমিকভাবে জানা যায় নিহত ওই বৃদ্ধার বাড়ি আমিনবাজার সালেহপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।