ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে এক নারীকে ধর্ষণের পর হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, ডিসেম্বর ১২, ২০১৬
যশোরে এক নারীকে ধর্ষণের পর হত্যা

যশোর সদর উপজেলায় সেলিনা বেগম (৪৮) নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর: যশোর সদর উপজেলায় সেলিনা বেগম (৪৮) নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

নিহত সেলিনা বেগম উপজেলার বসুন্দিয়ার হাজামপাড়ার হাশেম আলীর মেয়ে।


সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে সেলিনার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বিকেলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মৃতদেহের পিঠ ও হাতে সিগারেটের আগুন দিয়ে পোড়ানোর দাগ এবং গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল। এছাড়া প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ইউজি/ এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।