ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, ডিসেম্বর ১০, ২০১৬
ভোলায় ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলায় পরিত্যক্ত গোডাউন থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

ভোলা: ভোলায় পরিত্যক্ত গোডাউন থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত থেকে শনিবার (১০ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. দেবায়ন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল উপজেলার সদরের বিভিন্ন এলাকার ছয়টি গোডাউন থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। এ জালের মূল্য সাত কোটি টাকা। পরে দুপুরে ভোলা শহরের কোস্টগার্ড স্টেশনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।