ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

পাটগ্রামে ৩ মাদকসেবীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, ডিসেম্বর ১০, ২০১৬
পাটগ্রামে ৩ মাদকসেবীর জরিমানা

লালমনিরহাটের পাটগ্রামে তিন মাদকসেবীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে তিন মাদকসেবীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মোমিন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলের ছেলে রানা (২০), একই গ্রামের বাশারের ছেলে আশিক (২২) ও জোংরা ইউনিয়নের বায়েজিদ (২৫)।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বাংলানিউজকে জানান, রাতে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ওই তিনজন ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরদিন দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।