ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, ডিসেম্বর ১০, ২০১৬
মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

মধুপুর( টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুপুর পৌরসভার আয়োজনে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়াম চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, ত্রি-মাত্রিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপ‍ী কর্মসূচি শুরু হয়।

এতে ‍পৌর শহরে মুক্তিযোদ্ধা জনতা অংশ গ্রহণ করেন।

পরে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একই সঙ্গে শিল্পী শামীম আকন্দের মুক্তিযুদ্ধের দুর্লভ ত্রি-মাত্রিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ মধুপুর উপজেলা কমান্ডের কামান্ডার পরিমল কান্তি গোস্বামী।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, আক্তার হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ইউপি) ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌর আ’লীগের সভাপতি ছিদ্দিক হোসেন খান, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

বিকেলে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদশর্নী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।