ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, ডিসেম্বর ১০, ২০১৬
বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন বরিশাল সি‌টি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান।

বরিশাল: বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন বরিশাল সি‌টি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ওহেদুজ্জামান।

 

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহরের দক্ষিণ আলেকান্দার জুমির খান সড়কের আখতার আমজাদ নগর স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ সময় ইউ‌নিসেফ ব‌রিশালের প্রধান তৌ‌ফিক আহমেদ, বরিশাল সি‌টি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমানসহ কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার দিকে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব কুমার গাঙ্গুলী।

এ সময় উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এএফএম শফীউদ্দিন।

বরিশাল জেলা ও সিটি কর্পোরেশনের তিন লাখ ৪৯ হাজার ৪৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জেলার মেহেন্দিগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলার বাদ পড়া শিশুদের চারদিন ভিটামিন ক্যাপসুল থাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমএস/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।