ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে টিন কাটিং কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, ডিসেম্বর ৭, ২০১৬
কেরানীগঞ্জে টিন কাটিং কারখানায় আগুন

কেরানীগঞ্জে একটি প্লাস্টিক ঢেউটিন কাটিং কারখানায় আগুন লেগেছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গেটব্রিজ এলাকার কারখানায় এ অগ্নিকাণ্ড হয়। 

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে একটি প্লাস্টিক ঢেউটিন কাটিং কারখানায় আগুন লেগেছে।  

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গেটব্রিজ এলাকার কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।

 

ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ স্টেশন ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে বলেন, সকালে কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাই।  

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।