ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে চার্জশিটভুক্ত জামায়াতকর্মীসহ ৫৭ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, ডিসেম্বর ৭, ২০১৬
রংপুরে চার্জশিটভুক্ত জামায়াতকর্মীসহ ৫৭ আসামি কারাগারে

রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫৭ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রংপুর: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫৭ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নাশকতার বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার ওই জামায়াতকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দিনগত রাত থেকে বুধবার (০৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকাল ৮টায় রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসপি মিজানুর।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭,২০১৬

জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।