ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৩, ডিসেম্বর ৭, ২০১৬
শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল মাহমুদসহ তিন সদস্যের মেডিকেল বোর্ড এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।


 
মেডিকেল বোর্ডের অন্য ২ সদস্য হলেন, সহকারী অধ্যাপক একে এম শফিউজ্জামান (খায়ের), প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

সোহলে মাহমুদ সাংবাদিকদের বলেন, শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীর থেকে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।  এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে।  

এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, শরীরে কোনো বিষক্রিয়া আছে কী না, এজন্য এসব সংগ্রহ করা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

আগে পৌনে ৮টায় তার মরদেহ বারডেম হাসপাতাল থেকে ঢামেক মর্গে আনা হয়।  
 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরাঁর একটি কক্ষে মারা যান মাহবুবুল হক শাকিল। শাকিলের এ অকাল মৃত্যুতে তার সহকর্মী, ভক্ত, অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।