ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বেশ কয়েকটি এসএমএস প্রত‍ারক চক্র সক্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, ডিসেম্বর ৬, ২০১৬
রাজধানীতে বেশ কয়েকটি এসএমএস প্রত‍ারক চক্র সক্রিয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এসএমএস-এর মাধ্যমে মানুষের সরলতাকে পুঁজি করে কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব -৪) সিও খন্দকার লুৎফুল কবির।

ঢাকা: মোবাইলে এসএমএস-এর মাধ্যমে মানুষের সরলতাকে পুঁজি করে কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব -৪) কমান্ডিং অফিসার (সিও) খন্দকার লুৎফুল কবির।

মঙ্গলবার (৬ নভেম্বর)দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খন্দকার লুৎফুল কবির বলেন, মোবাইলে এসএমএস প্রতারণার মাধ্যমে অনেক সরল মানুষ বিপদের মুখোমুখি হচ্ছেন। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। আরও দু’টি চক্রের সন্ধান পাওয়া গেছে। তাদের ধরতে র‌্যাবের অভিযান চলছে।

তিনি বলেন, প্রতারক চক্র তাদের মোবাইল থেকে সাধারণ মানুষকে বিভিন্ন সময় কমপক্ষে ১০ হাজার এসএমএস করে থাকেন। যারা তাদের এসএমএস এ সাড়া দেন তাদেরই টার্গেট করে চক্রটি।

‘পরে পার্সেলের কথা বলে বিকাশ কিংবা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে বলে। তারা কখনও হাতে হাতে টাকা নেয় না। ’

লুৎফুল কবির জানান, চক্রের সদস্যরা খুবই ধুরন্ধর। তারা বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহার করে। তাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে। এ ঘটনায় আটক আরিফুল ইসলামের ব্যাংকে এ পর্যন্ত ৪ লাখ টাকা জমা হয়েছে।     
 
‘আটক নাইজেরিয়ার ৪ নাগরিকের ভিসার মেয়াদ শেষ, আরও দুইজনের ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, আর এক জনের কোনো ভিসা-ই নাই। ’

এর আগে এক নারীর মোবাইলে প্রতরাণার মাধ্যম এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত দুইদিন অভিযান চালিয়ে রাজধানীতে ৭ বিদেশিসহ আটজনকে আটক করেছে র‌্যাব-৪।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।