লালমনিরহাট: নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে লালমনিরহাট মুক্ত দিবস।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এএফএম আলাউদ্দিন খানের নেতৃত্বে ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল ইসলাম বীরপ্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, এসএম শফিকুল ইসলাম কানু প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।
এরপর বিকেল ৩টায় শেখ রাসেল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে কনসার্টের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ