ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তা

ইইউ কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, ডিসেম্বর ৬, ২০১৬
ইইউ কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে সরকার। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‍এ বৈঠক শুরু হয়।

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে সরকার।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‍এ বৈঠক শুরু হয়।

এতে সরকারের তরফে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বৈঠকে আরও অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান ও সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকরা।

সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

মূলত সে সব বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে জানাতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআরএস/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।