ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, নভেম্বর ২৩, ২০১৬
ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে গৃহকর্মী মিলন টিকাদারের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে গৃহকর্মী মিলন টিকাদারের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।  

বুধবার (২৩ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শিবির সরকার বাদী হয়ে মামলাটি করেন।

 

দুপুরে মামলার বিষয়টি বাংলানিউজকে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান।
 
বাংলানিউজকে ওসি বলেন, ওই গৃহকর্মীর আচরণ স্বাভাবিক ছিল না। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সে আত্মহত্যা করেছে।  

ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।