ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বামনায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, নভেম্বর ২৩, ২০১৬
বামনায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর আলম সিদ্দিকীকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বরগুনা: বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নূর আলম সিদ্দিকীকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মোসা. সালমা খন্দকার ও ছেলে মো. আহাদ সিদ্দিকী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নূর আলম সিদ্দিকী উপজেলার দক্ষিণ রামনা গ্রামের নিজ বাড়ির পুকুরে ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে যান।

এ সময় প্রতিবেশী কবির হোসেন (৫২) ও গোলাম ফারুক হোসেনের (৪৫) নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাকারি কুপিয়ে ন‍ূর আলম সিদ্দিকীকে গুরুতর জখম করে পুকুরে ফেলে দেয়।

এ সময় তার চিৎকারে ছেলে ও স্ত্রী ছুটে আসলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী নূর আলম তার ছেলে ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নূর আলম সিদ্দিকী মারা যান।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তারা কোনো অভিযোগ পাননি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।