ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনারোধে উদ্বুদ্ধকরণ সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, নভেম্বর ২২, ২০১৬
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনারোধে উদ্বুদ্ধকরণ সভা

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় (২২ নভেম্বর) বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা পুলিশ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান।

এসময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর) আবু মারুফ হোসেন, সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান জিয়া, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।