ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

শিবালয়ে বাসচাপায় স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, নভেম্বর ২২, ২০১৬
শিবালয়ে বাসচাপায় স্কুলছাত্র নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় বাসের নিচে চাপা পড়ে রাজু আহম্মেদ (১৫) নাম এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় বাসের নিচে চাপা পড়ে রাজু আহম্মেদ (১৫) নাম এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাজু মানিকগঞ্জের শিবালয় উপজেলার খলিসা এলাকার আব্দুল সাত্তারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বাংলানিউজকে জানান, দুপুরে রাজু স্কুল থেকে মহাদেবপুর যাচ্ছিলো। সে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইলে আসলে পাটুরিয়াগামী লাক্সারী পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।