ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ২২, ২০১৬
সিলেটে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মাসুক মিয়া (২৬) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মাসুক মিয়া (২৬) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বাইসাইকেলযোহে আসা মাসুমকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে জানান,  দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২২,  ২০১৬
এনইউ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।