ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বাহুবলের চার শিশু হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, নভেম্বর ২২, ২০১৬
বাহুবলের চার শিশু হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্য

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহর আদালতে মামলার পাঁচ আসামিকে হাজির করা হয়।

পরে সাক্ষী ওয়াহেদ মিয়ার সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (২৩ নভেম্বর) পরবর্তী তারিখ ধার্য করা হয়।

এ মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

জেলা শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বাংলানিউজকে জানান, আদালতে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে বিকেল ৫টায় আদালত মূললতবি ঘোষণা করা হয়।

এ মামলায় আট আসামির মধ্যে কারাগারে রয়েছেন পাঁচজন ও পলাতক রয়েছেন তিনজন। পলাতকরা হলেন-উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)।

পাঁচদিন পর বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।