ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ১০ টাকার চালের একজনের ডিলারশিপ বাতিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, নভেম্বর ২২, ২০১৬
সৈয়দপুরে ১০ টাকার চালের একজনের ডিলারশিপ বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি এ ডিলারশিপ বাতিলের নির্দেশ দেন।

সূত্র জানায়, দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা মূল্যের চাল বিক্রির জন্য ওই ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার নিয়োগ করা হয় মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সের মালিক আব্দুল মালেককে।

সকালে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪৬৮ জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ওই ডিলার প্রত্যেক কার্ডধারীকে আড়াই থেকে ৩ কেজি হারে চাল কম দিতে থাকেন। এতে ১০৯টি কার্ডের চাল কম দেওয়ায় বিষয়টি সবার নজরে আসে।

পরে কার্ডধারীরা বিষয়টি ইউএনওকে জানান। এরপর ইউএনওর নির্দেশে আব্দুল মালেকের ডিলারশিপ বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।