ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে ১০ যুবককে জেল জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, নভেম্বর ২২, ২০১৬
কেরানীগঞ্জে ১০ যুবককে জেল জরিমানা

কেরানীগঞ্জে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১০ যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১০ যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।

এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মজিরুল হক, কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম সাইদুজ্জামান বাচ্চু, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে এম রিয়াজুল ইসলাম ও সজল মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক সেবনের দায়ে মো. রশিদ উদ্দিনকে (৩১) এক বছর ছয় মাস, মো. আবুল হোসেনকে (২২) দুই মাস, মো. সজল মোল্লাকে (২২) তিন মাস, সোহেলকে (৩১) দুই মাস, দিপু দাসকে (২২) দুই মাস ও জোজোকে (২২) দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জুয়া খেলার দায়ে বিল্লাল হোসেন (৩৫), মো. লিটন (৩৩), মো. মনির হোসেন (৩০) ও মো. দ্বীন ইসলামকে (৩৫) ৬০০ টাকা করে মোট ২৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।