ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, নভেম্বর ২২, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ পরিদর্শক...

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাত দন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার (২১ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরুপা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও নীল হাফ গেঞ্জি ছিলো। পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই ইউসুফ আলী।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।