ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় বাস চাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, নভেম্বর ২২, ২০১৬
বরগুনায় বাস চাপায় হেলপার নিহত

বরগুনার কুমড়াখালী এলাকায় বাস চাপায় জসিম ওরফে মিন্টু (২৫) নামে এক তরুণ হেলপার নিহত হয়েছেন।

বরগুনা: বরগুনার কুমড়াখালী এলাকায় বাস চাপায় জসিম ওরফে মিন্টু (২৫) নামে এক তরুণ হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত বাস থেকে হাত পিছলে বাসের চাকার নিচে পরে যান মিন্টু। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।