ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, নভেম্বর ২২, ২০১৬
ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ময়মনসিংহ নগরীতে সহপাঠীর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে সহপাঠীর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।  

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত লিয়ন স্থানীয় কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সকাল সাড়ে ৯টার দিকে তার সহপাঠীই তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএএএম/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।