ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, নভেম্বর ২১, ২০১৬
নেত্রকোনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা: নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (২১ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- কেন্দুয়া উপজেলার ভুগিয়া গ্রামের আক্কাস মিয়ার ছেলে জুলহাস (৩৫) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিলিমপুর গ্রামের খলিলের ছেলে জামাল (৩৭)।

নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।