ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

‘আচরণ বিধি মানতেই প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, নভেম্বর ২১, ২০১৬
‘আচরণ বিধি মানতেই প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত’

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আচরণ বিধি মানতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জনসভা স্থগিত করেছেন। তবে সিলেট জালালাবাদ সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সিলেট: জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আচরণ বিধি মানতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জনসভা স্থগিত করেছেন। তবে সিলেট জালালাবাদ সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বুধবার (২৩ নভেম্বর) সিলেটে পৌঁছানোর পর যথারীতি শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং করে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিতের কারণ জান‍ান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদগুলোতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার (২০ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী এলাকাগুলোতে কোনো জনসভা করা যাবে না।

এছাড়া ২৩ নভেম্বর জনসভা হলে প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীদেরও (পিইসি) অসুবিধা হতে পারে। এসব বিষয় বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আওয়ামী লীগের জনসভা স্থগিত করেছেন।

প্রেস ব্রিফিংকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেত‍ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ