ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে আহত ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, নভেম্বর ২১, ২০১৬
নাটোরে আহত ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

ডাকাত দলের হামলায় আহত নাটোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আলী ভুট্টু মারা গেছেন।

নাটোর: ডাকাত দলের হামলায় আহত নাটোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আলী ভুট্টু মারা গেছেন।

 

ঢাকার স্কয়ার হাসপাতালে ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২১ নভেম্বর) দুপুরে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বাংলানিউজকে জানান, ৮ অক্টোবর মোস্তাক আলী ভুট্টু ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহেদুর রহমান জাহিদসহ তিনজন প্রাইভেটকারে ঢাকা থেকে নাটোর ফিরছিলেন। পথে সিরাজগঞ্জের ৬ নং ব্রিজ এলাকায় ডাকাত দলের হামলার শিকার হন তারা।

এসময় অন্যরা পালিয়ে রক্ষা পেলেও ডাকাতরা ভুট্টুকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মোস্তাক আলী ভুট্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

সেখানেও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর দুপুর দেড়টায় মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ